তালার নবাগত ইউএনও’র সাথে আমরা বন্ধু সদস্যদের সৌজন্য সাক্ষাত প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ | আপডেট: ১২:০৯:পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ তালার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্যরা। সোমবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাত করেন তারা। এ সময় ইউএনও তারিফ উল হাসান আমরা বন্ধু’র কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং শিশুদের নিয়ে কাজের পাশাপাশি মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাত্মক সচেতনতা তৈরির লক্ষ্য কাজ করার আহবান জানান। একই সাথে তিনি আমরা বন্ধু তালা উপজেলা টিমের সকল ভাল কাজে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য অর্ঘ্য ঘোষ, আব্দুল্লাহ আল জুবায়ের প্রান্ত, তানভীর ইসলাম, দ্বীপান্বিতা অনন্যা, শম্পা বিশ্বাস, রাফসান আহম্মেদ, সাকিব হাসান, সরদার সাব্বির হোসেন, রাহাদ হোসেন শোভন প্রমূখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আমরা বন্ধু ২০১৫ সাল থেকে সাতক্ষীরার তৃণমূল পর্যায়ে শিশুদের কল্যাণে নানামুখী করছে। সংবাদটি ১৯৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত