তালার জালালপুর পরিষদের উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ | আপডেট: ৫:০২:অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬২টি দুঃস্থ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ করা হয়েছে। একই সাথে পরিষদের পক্ষ থেকে শিশু খাদ্যের জন্য ২১ টি দুধের প্যাকেটও বিতরণ করা হয়। বুধবার (২৯ এপ্রিল ) দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সচীব রুবায়াত হোসেন। পরিষদের পক্ষ থেকে দেওয়া খাদ্য তালিকায় ছিল ৮ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম পেয়াজ, ৫০০ গ্রাম পটল, ৫০০ গ্রাম ঢেঁড়শ, ৫০০ গ্রাম বরবটি, ২৫০ গ্রাম উচ্ছে ও কাঁচা ঝাল। সংবাদটি ২৩২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত