তালার জালালপুর ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শনে ডিসিও জহির প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০ | আপডেট: ৫:৫৫:অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০ সংবাদদাতা, তালা(সাতক্ষীরা): তালা উপজেলার ১১নং জালালাপুর ইউনিয়নের গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ডিসিও জহির উদ্দিন। এসময় তিনি প্রকল্পের বিভিন্ন ফাইল,মামলার নথি, বিভিন্ন রেজিষ্টার, তথ্য বোর্ড, এজলাস, সাইনবোর্ড সহ গ্রাম আদালত সম্পর্কিত সকল ফাইল এবং আসবাবপত্র পরিদর্শন করেন। এছাড়া উপকারভোগী,উঠান বৈঠাক সদস্য,তথ্যদাতা সদস্য,সহ উপস্হিত লোকদের সাথে কথা বলে তিনি জানতে পারেন তারা গ্রাম আদালত সম্পর্কে জানে এবং মামলার ফিস ও এখতিয়ার সম্পর্কে তারা বলতে পেরেছেন।গ্রাম আদালত সক্রিয় রাখার জন্য তিনি ইউ,পি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু সহ সকল ইউ,পি সদস্যদের অভিনন্দন জানান এবং গ্রাম আদালত সহকারী মোঃওয়ালিদ হোসেনকে গ্রাম আদালতের সকল ডকুমেন্ট আপডেট রাখার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রাম আদালত অপারেশন ম্যানুয়াল বইটি বেশী বেশী পড়ার জন্য জোর তাগিদ দেন।এবং সে অনুযায়ী সকল ডকুমেন্ট আপডেট করার পরামর্শ প্রদান করেন। সুন্দরবনটাইমস.কম সংবাদটি ২৬৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত