তালার কপোতাক্ষ নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪ | আপডেট: ৫:২০:অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪ সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর উপজেলার মাঝিয়াড়া শশ্মানঘাটের পাশে নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানান, স্থানীয়রা নদীর চরে রাবেয়া বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাবেয়া বেগম পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী বলে জানা গেছে। তবে কি ভাবে মারা গেছে ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। এসজি/ডেক্স সংবাদটি ৫৫৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন যুব ও তরুণদের উজ্জীবিত রাখতে ইউএনও’র অভিনব উদ্যোগ