ডুুমুরিয়ায় দলিতের উদ্যোগে বিশ্বনারী দিবসের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান দলিত ইএএসআরএইচ আর প্রকল্প এর আয়োজনে ও এ্যাম্পলিফাই চেঞ্জ এর সহযোগিতায় সংস্থার ডুমুরিয়া প্রকল্প অফিসে ওয়াচ গ্রুফ সদস্যদের ৩দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ রিফ্রেসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণের প্রশিক্ষণনার্থী ও হাজিয়াডাঙ্গা,খলসী একে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মুজিব বর্ষ উপলক্ষ্যে বিশ্বনারী দিবসের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি দলিতের প্রকল্প অফিস গোলনা থেকে শুরু হয়ে হাজিডাঙ্গা, খলসী, একে মাধ্যমিক বিদ্যালয় সাজিয়াড়া ডুমুরিয়ায় শেষ হয়। স্কুল কমিটির সভাপতি মোঃ আবু বকর খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এম সিরাজুল ইসলাম, এএসআই ইমরান হোসেন, দলিতের হিসাব কর্মকর্তা উত্তম কুমার দাস, প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান, সিডিও রাবেয়া, লিপিকা, সামছুর নাহার, ছাত্রী মিম, পূজা, অহনা, চৈতি ও জ্যোতি প্রমুখ।উক্ত সমাবেশে ছাত্রছাত্রী, দলিতের সুবিধাভোগী ও কর্মকর্তা সহ প্রায় ৯০জন অংশ গ্রহন করে। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি ২৬৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু