ডুমুরিয়ায় ১৭দিন যাবত মোহাম্মদ আলী সানা নিজ খরচে দিয়ে যাচ্ছেন গণভোজ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১
ডুমুরিয়ায় বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা মোহাম্মদ আলীর পাশে উপজেলা পরিষদ চেয়ারম্যান।

খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম গ্রামের মৃত আমীন সানার পুত্র বর্গাচাষী মোহাম্মদ আলী সানা(৫৫) নিজ খরচে ১৭দিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  মৃত্যুবার্ষিকী উপলক্ষে গনভোজ আয়োজন করে শত শত অসহায় সাধারন মানুষদের খাওয়ান।১৫ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত এটা চলমান রেখে প্রতিদিন রাতের বেলা এ ভোজের আয়োজন করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সরেজমিনে যেয়ে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারোমাইল থেকে বাদুড়িয়া সড়কের বাদুড়িয়া ব্রীজ সংলগ্ন মাঠের মধ্যে ৪টি মাইক ও লাইটিং করে রাতের বেলায় নিজস্ব খরচে সাধারণ মানুষদের জন্য গণভোজের আয়োজন করে বঙ্গবন্ধু প্রেমিক মোহাম্মদ আলী সানা।  একান্ত সাক্ষাৎকারে তিনি জানান প্রায় ১৬বছর  ধরে তার নিজস্ব খরচে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে গনভোজের আয়োজন করে আসছে এ বছর ১৫ আগস্ট থেকে শুরু করে ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে বলে তিনি জানান। তিনি বলেন সাধারন খেটে খাওয়া মানুষ দিনের বেলায় বিভিন্ন কাজে কর্মে ব্যাস্ত থাকে তাই রাতের বেলায় দিলে তারা এসে খেয়ে যেতে পারে তাহলে তাদের কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। তার খরচের টাকা কোথা থেকে আসছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি অনেক গরীব মানুষ তাই এই মাঠের মধ্যে সাড়ে ৩ বিঘা জমি হারি হিসাবে নিয়েছি, এখানে মাছ চাষ করি ও ভেড়িতে শিম, ভেন্টি, করলা, পেঁপেঁ, লাউ, পুইশাক, বেগুন, ঝিঙা চাষ করেছি, প্রতিদিন এ ফসল বিক্রি করে যেদিন যে টাকা হয় সে দিন সেই টাকার বাজার করে এনে রান্না করি তবে প্রতিদিনই খিচুড়ির সংঙ্গে মাংস থাকবেই, এখানে প্রতিদিন শত শত সাধারন খেটে খাওয়া গরীব মানুষের পাশাপাশি অত্র এলাকার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করে এ ভোজে। তার এ জমিতে ভালো ফসল হলে সে আগামীতে পুরা শোকের মাস গনভোজের আয়োজন করবে বলে জানান।

স্থানীয় যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী স ম রোকুনুজ্জামান মন্টু জানান, উপজেলা সহ এ ইউনিয়নে বহু আওয়ামীলীগের নেতা কর্মী আছে কিন্তু মোহাম্মদ আলী সানা সে একজন দিন মুজুর বর্গাচাষী হয়ে বঙ্গবন্ধুর প্রতি তার এত প্রেম ভালোবাসা তা আসলে খুব প্রশংসনীয়। উক্ত গনভোজে পর্যায়ক্রমে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা