ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক ঈমান আলী নিহত খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক চাপায় মো. ইমান আলী মোল্লা (৭০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় ডুমুরিয়া উপাজেলার খর্ণিয়া ইউনিয়ানের আঙ্গারদোহা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ডুমুরিয়া উপজেলার ৩ নং রুদাঘরা ইউনিয়ানের চহেড়া গ্রামে। তিনি ওই ইউনিয়ানের মিকশিমিল-রুদাঘরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ও স্হানীয় পল্লী চিকিৎসক ছিলেন। ডুমুরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হক বলেন, ইমান আলী শোলগাতিয়া বাজারে পল্লী চিকিৎসক হিসেবে ওষুধের ব্যবসা করেন। তিনি খুলনা থেকে নিজের মোটরসাইকেলে শোলগাতিয়া ফিরছিলেন। মোটরসাইকেলটি আঙ্গারদোহা পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট ১১-৭১১৩ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সংবাদটি ৫৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু