ডুমুরিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৮:২৬:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের নির্দেশনায় অদ্য বিকালে ডুমুরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানা, সড়কের পাশের জায়গা অবৈধভাবে দখল ইত্যাদি অপরাধে ৭ জন ব্যক্তিকে দণ্ডবিধি’১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সড়ক পরিবহন আইন’২০১৮ এর ৮২(১) ধারায় ৩৫০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বয়োবৃদ্ধ মাস্কবিহীন ব্যক্তিগণকে মাস্ক বিতরণ করে পরিয়ে দেওয়া হয়। এসময় সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এজাজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আব্দুল হাই, ইউএনও ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদটি ৩৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়