ডুমুরিয়ায় সফল নারী উদ্যোক্তা মিতা মৎস্যজীবীলীগের সহ-সভাপতি নির্বাচিত প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ | আপডেট: ১১:১৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ ছবি: আফরোজা খানম মিতা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের সফল ও সেরা নারী উদ্যোক্তা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, খর্ণিয়া আইস ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী, রানাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, নারী অধিকার সংগঠন রুপান্তরের অপরাজিতা সদস্য, খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি, খর্ণিয়া ইউনিয়ন আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রথম নির্বাচিত রিলিফ চেয়ারম্যান ডাঃ খোরশেদ আলমের পুত্রবধু, খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সহধর্মিনী আফরোজা খানম মিতা বাংলাদেশ আওয়ামীলীগ মৎসজীবীলীগ ডুমুরিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী (পূর্ণাঙ্গ) কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৪/০২/২০২১ইং তারিখে বাংলাদেশ আওয়ামীলীগ মৎসজীবীলীগ খুলনা জেলা শাখার সভাপতি মোল্লা সামছুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সহ সভাপতি নির্বাচিত করা হয়। এদিকে তাকে ডুমুরিয়া উপজেলা মৎস্যজীবীলীগের কমিটির সহ সভাপতি নির্বাচিত করায় ডুমুরিয়ার মা মাটি ও মানুষের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এমপি মহোদয় এবং জেলা মৎস্যজীবীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে তার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংবাদটি ২২০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়