ডুমুরিয়ায় মৎস্য ঘের মালিককে ভ্রাম্যমান আদালতে ২০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ | আপডেট: ৯:০৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

ডুমুরিয়ায় মাছের ঘেরে পোল্ট্রি লিটার(মুরগির বিষ্টা) ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ঘের মালিককে ২০‌হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। রোববার(৫সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াদুদ এর নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া মির্জাপুর গ্রামে মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহার করার অপরাধে গুটুদিয়া গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে মৎস্য ঘের মালিক কাজী জিয়াউর রহমান (৪০) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন- ২০১০ এর ২০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

এছাড়া মৎস্য ঘেরের কাজে সরকারি রাস্তা ব্যবহার করে ক্ষতি সাধন করার অপরাধে বিকল্প রাস্তা নির্মাণ করে ব্যবহার করার জন্যে ঘের মালিককে নির্দেশ দেয়া হয়। আদালত পরিচালনায় সহযোগীতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ থানার এস,আই আল আমিনসহ পুলিশের সদস্যবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা