ডুমুরিয়ায় প্রেমে বাধা দেয়ায় মেয়ের হাতে মা জখম প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ | আপডেট: ১০:১২:অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করায় ঘুমান্ত মা’কে দা’দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে ১০ম শ্রেণির এক ছাত্রী। সোমবার রাত ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ইকবাল খন্দকারের স্ত্রী আমেনা বেগম ওরফে নাদির (৪০) তার একমাত্র মেয়ে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নুরানী (১৬)-কে নিয়ে উপজেলার গোলনা গ্রামে ভাড়া থাকতেন। কিছুদিন আগে আল-আমিন নামের এক মাটর সাইকেল মেকানিকের সঙ্গে নুরানী’র প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রবিবার রাত ৯টার দিকে নুরানী মোবাইলে তার প্রেমিকের সঙ্গে কথা বলার সময় মা আমেনা বেগম বাধা দেয়। এতে মেয়ে মায়ের উপর ক্ষুব্ধ হয়। মা রাতে ঘুমালে আকষ্মিকভাবে মেয়ে নুরানী একটি দা দিয়ে প্রথম মাথায় কোপ দেয়। পর পর এলোপাতাড়ি কুপাতে থাকলে মা’র আত্ম-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মেয়েকে থানায় নিয়ে যায়। কিন্তু মা তার মেয়ের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। এ প্রসঙ্গে আমেনা বেগম বলেন, প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা বলতে নিষেধ করে আমি ঘুমিয়ে পড়ি। পরে ঘুমান্ত অবস্থায় মেয়ে আমাকে কোপাতে শুরু করে। ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মেয়ের মা থানায় কোন অভিযোগ করেনি বলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারিনি। সংবাদটি ৬২৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু