ডুমুরিয়ায় অফ-সিজনে রঙিন তরমুজ চাষে লাভবান কৃষক প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১ | আপডেট: ৩:৩১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১ ডুমুরিয়ায় অফ-সিজনে রঙিন তরমুজ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে কৃষকরা। মৎস্য ঘেরের আইলে সবজির পাশাপাশি মালচিং পদ্ধতিতে তারা অসময়ের তরমুজ চাষাবাদ করেছেন। তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও এবার ডুমুরিয়াতে এর বেশ সাড়া পড়েছে। কৃষি বিভাগের হিসাব মতে এবছর ২৬০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। জানা যায়, ডুমুরিয়া উপজেলার কৃষকরা মৎস্য ঘেরের আইলে বিভিন্ন সবজির চাষ করতেন। এর পাশাপাশি গত তিন বছর ধরে অফ-সিজনে তরমুজের চাষ শুরু করেছেন। এবার ২৬০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। কুলবাড়িয়া, পাচপোতা, গুটুদিয়া, বয়ারসিং, মাদারতলা, বারুইকাটি, মাগুরখালী, শেখের টেক, খর্ণিয়া এবং মির্জাপুরসহ আশপাশ এলাকায় ব্যাপকভাবে এই তরমুজ চাষাবাদ হয়েছে। শেখের টেক গ্রামের এক কলেজ ছাত্র জহিরুল সরদার ৩০ বিঘা জমির মৎস্য ঘেরের আইলে তরমুজ চাষ করেছেন। তিনি জানিয়েছেন, তার ক্ষেতে ১৩শ টি তরমুজ গাছ আছে। প্রত্যেকটি গাছে বড় বড় ফল ধরেছে। আর কয়েকদিন বাদেই কাটা শুরু হবে। ফলন ভালো এবং বাজারে চড়া দাম থাকায় অনেক টাকা লাভ হবে কৃষক জহিরুলের। পাকিজা, এশিয়ান-২, সোনিয়া, তৃপ্তি, কানিয়া, লাইল্যান্ড-২, রেড ড্রাগনসহ বিভিন্ন বিদেশী জাতের এই তরমুজের ভিতরে লাল ও হলুদ রঙের। এই তরমুজ যেমন সুস্বাদু ও গুণাগুণ সম্পন্ন, তেমনি উচ্চফলনশীল। বাজারে অসময়ে এটি পাওয়ার কারণে দাম অনেকটা বেশি। তাই অফ-সিজন তরমুজ চাষে দিনদিন আগ্রহ বাড়ছে কৃষকের। বিশেষ করে রঙিন তরমুজ চাষে তাদের আগ্রহ বেশী। তাদের সঠিক পরিচর্যার ফলে চোখ ধাঁধানো ফলনও হয়েছে ডুমুরিয়াতে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন জানান, ডুমুরিয়ায় এবার ২৬০ হেক্টর জমির ঘেরের পাড়ে অফ-সিজন তরমুজ চাষ হয়েছে। থাইল্যান্ড ও জার্মানি থেকে আমদানীকৃত উচ্চফলনশীল জাতের তরমুজ চাষ করে হেক্টর প্রতি ৫৫-৬০ টন পর্যন্ত ফলন হয়েছে। সাধারণত মৌসুমে তরমুজ চাষ করে বাজারে যে দাম পাওয়া যায় অফ-সিজনে তার ৩/৪ গুন দাম পাওয়া যায়। এক হেক্টর জমিতে তরমুজ ফলাতে ৯০ থেকে ১লাখ টাকা পর্যন্ত খরচ হয়, আর তা বাজারে বিক্রি হয় ৫ থেকে ৬ লাখ টাকায়। ফলে অফ-সিজন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। আবাদ যাতে বৃদ্ধি পায় সেজন্য নিয়মিত মাঠ পর্যায়ে কৃষি বিভাগ কৃষকদেরকে নানা ধরনের সহযোগিতা দিচ্ছেন। সংবাদটি ২০১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়