ডুমুরিয়ায় রেললাইনে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে আটক ১ প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১ | আপডেট: ৫:৩৯:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১ ডুমুরিয়ায় রেললাইনে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে আটক ১ খুলনায় নবনির্মিত রেললাইনে সাইডে চলমান কাজ দেখাশোনা করা চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ডুমুরিয়া থানা পুলিশ আটক করেছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, উপজেলার সাহাপুর গ্রামের অলিয়ার রহমান(২১) সহ ৩১ জনকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ১লক্ষ ৬২ হাজার টাকা হাতিয়ে নেয় খুলনার দৌলতপুর থানার বলাই দাসের পুত্র তপু দাস (২৬) । এ ঘটনায় অলিউর রহমানের অভিযোগের ভিত্তিতে দৌলতপুরের পাবলা বনিকপাড়া এলাকার গোপাল রায়ের ভাড়াটিয়া বাড়ি থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল। সংবাদটি ২৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়