ডুমুরিয়ায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩ | আপডেট: ৭:৫২:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩ খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের (সেনপাড়া) একই পরিবারে ২ টি শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার(২৪ জুলাই) দুপুরে তারা খেলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এরা হলেন মোঃ রুবেল শেখের মেয়ে কুলসুম খাতুন (৭) ও ইকবল সরদারের ছেলে মোজাম্মেল হোসেন সরদার(৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন ছিল। ডুমুরিয়া থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কুলসুম ও মোজাম্মেল হোসেন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে তারা পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মৃত দেহ উদ্ধার করা হয়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদটি ২১১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়