ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩ | আপডেট: ৭:০২:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

যুবকদের জন্য সবুজ দক্ষতা: একটি টেকসই বিশ্বের দিকে’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বুধবার সকালে ডুমুরিয়া কলেজ মিলনায়তনে ব্র্যাকের সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় অধিকার এখানে , এখনই প্রকল্প উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা , আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়।

প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্য মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া কলেজ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো: মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেখ কনি মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সহকারি অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক সুলগ্না বসু , প্রকল্প সমন্বয়কারি মোঃ জিল্লুর রহমান, জেলা ইয়ুথ গ্রুপ মোবিলাইজার শিখা রাণী প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যদের মধ্যে উপস্হিত বক্তৃতা , কুইজ ও সাংকৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা