জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ | আপডেট: ৯:৪১:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহম তারেক উদ্দিন, অন্যান্যদের মধ্যে বক্তৃতা করে দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাধারণ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, মকছুমুল হাকিম, সদস্য হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি। এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শুধু মাত্র বাংলাদেশের নেতা নন তিনি সারা বিশ্বের নেতা। তার জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ড আমরা পেতাম না। অথচ বিপথগামী খুনীরা তাকে হত্যা করে তার নাম মুখে দিতে চেয়েছিল। কিন্তু খুনীরা জানেনা বঙ্গবন্ধু একটি নাম নয়, একটি আদর্শ, একটি সংগঠন। আজ সারা দেশের মানুষ বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে। বঙ্গবন্ধু চেয়েছিল ক্ষুধা,দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে। আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে উপস্থাপন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ যে স্থানে পৌছে গেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই সেই স্থানে পৌছাতে পারতো। এখনো যেসব খুনিরা বিদেশে পালিয়ে আছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি। সংবাদটি ১৯৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক