জাতীয় শোক দিবসে তালা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মোনাজাত প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ | আপডেট: ২:১৭:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গব্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তালা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় তালা প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার, অর্জুন বিশ্বাস, নূর ইসলাম, সেকেন্দার আবু জাফর বাবু. রোকনুজ্জামান টিপু, আসাদুর ইসলাম, তাপস সরকার প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, সাংবাদিক নূর ইসলাম। এরপূর্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ তালা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সংবাদটি ২৪০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত