জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৬ মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কর্মসুচি গ্রহন

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০ | আপডেট: ৮:৫৩:অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ১০০ জন বেকার তরুন তরুনিদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শত পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৬ মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষনসহ নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাহাজ্ব নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহি ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আলফের দৌস আলফা, রোজিনা কান্টু প্রমুখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জেলা পরিষদ চেয়ারম্যান এ সময় প্রেস ব্রিফিংএ জানান, জাতির পিতার জন্মশত বর্ষ উপলক্ষ্যে তার নিজস্ব উদ্যোগে জেলার ১০০ জন বেকার তরুন তরুনিদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শত পরিবারকে স্বাবলম্বী করার জন্য আগামী ১৭ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। তিনি জানান, প্রশিক্ষণ শেষে সেরা ৫ প্রশিক্ষানার্থীর মাঝে ল্যাপটপ বিতরন করা হবে। প্রেস ব্রিফিংএ তিনি আরো জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুজিব মোরাল স্থাপন, যাত্রী ছাউনি নির্মান, মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মানসহ নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক