জবর দখলের অভিযোগে পাটকেলঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯ | আপডেট: ৫:৫২:অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯ রিপন হোসাইন: পাটকেলঘাটা প্রেসক্লাবে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ধানদিয়া কাটাখালি গ্রামের মৃত রমজান আলির পুত্র নিরীহ কৃষক বাসারাত মল্লিক(৫৫)র আয়োজনে এক জনকীর্ন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এক পৃষ্টার লিখিত সংবাদ সম্মেলনে তিনি তার খরিদ সূত্রে প্রাপ্ত ধানদিয়া মৌজার বিএস খতিয়ান ৭৯৪; দাগ নং ২৫০; মোট জমি ১৪ শতকের মধ্যে তার ভোগদখলীয় ১২ শতক সম্পত্তি নিয়ে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছে। পতিপক্ষ জবর দখলকারি, পর সম্পদ লোভী, ফজলে মল্লিকের পুত্র সাত্তার মল্লিক, সামাদ মল্লিক এর নেতৃত্বে ১৫/২০ জনের লাঠিয়াল বাহিনী তার জমি জবর দখলের চেষ্টা করলে তিনি প্রথমে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে কাঃবিঃ ১৪৫ ধারায় একটি মামলা করেন। ঐ মামালার কাগজ পত্র পর্যালোচনা শেষে আদালতের বিজ্ঞ বিচারক বিবাদী(প্রতি পক্ষ) দের নালিশী জমিতে প্রবেশে বারিত আদেশ দেন। কিন্তু জবর দখল কারি ও আইন অমান্যকারি প্রতিপক্ষ আবারও ঐ সম্পত্তি থেকে নিরীহ কৃষক বাসারাত মল্লিককে বিতাড়িত করার পায়তারা চালালে গত ০৫/১০/১৯ ইং তারিখ বাসারাত বাদী হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুগ্ম জজ ১ম আদালতে দেওয়ানী মামলা দায়ের করে। যার নং ১৮০/১৯। মামলার আরজিতে ভোগ দখলী জমির আকৃতি, প্রকৃতি কোন রকম বিঘœতা সৃষ্টি না করিতে পারে উল্লেখ করিলে আদালতের বিজ্ঞ বিচারক শুনানী অন্তে মঞ্জুর করেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন সম্প্রতি প্রতিপক্ষরা উদ্দেশ্য মূলক ভাবে তার বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবে অসত্য তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করেছে। সুন্দরবনটাইমস.কম/মো: রিপন হোসেন/পাটকেলঘাটা/সাতক্ষীরা সংবাদটি ২২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু