ছায়া হরিণ প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯ | আপডেট: ৯:০৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯ ছায়া হরিণ …………….বন্দনা চন্দ…………….. এখানে স্বপ্নের মাঝে ছায়া হরিণের বিচরণ বিদগ্ধ বাসনার বিমূর্ত সংলাপ নীল আকাশ, সমুদ্র, সবুজ বনানী হৃদয়ে দিগন্ত রেখা বার বার ছুঁয়ে যায়। দীঘল স্বপ্নের রাতে চঞ্চল ছায়া হরিণেরা ছুটে যায় স্বপ্নময় সবুজের স্রোতে। নিত্যদিন ভাবনার একই বৃন্তপরে শুকনো ফুলের মত ফুটে থাকা, সংসারের সুতো দিয়ে বাধা জীবনের জরাজীর্ণ সময় ছিড়ে ছুটে চলে যায় হরিণের মত এমনই ইচ্ছে করে। এখানে সুখ নেই, জীবনের কন্টকিত হুলে বাঁধা পড়ে আছি। সংসারের এই সূঁতো জীবনের এই জাল ছিড়ে ছুটে চলে যায় দিগন্তের পারে। ছায়া হরিণের মত-স্বপ্নের দীঘল রাতে এমনই ইচ্ছে জাগে। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি: বন্দনা চন্দ/তালা/সাতক্ষীরা কবি বন্দনা চন্দকবিতা ছায়া হরিণছায়া হরিণবন্দনা চন্দ সংবাদটি ২৭১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?