চুকনগরে ৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ | আপডেট: ৯:৪১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ চুকনগরে ৩কেজি গাাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরের দিকে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এসআই ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ভ্যানের বডির ভিতর অভিনব কায়দায় মাদকদ্রব্য নিয়ে আসছে মর্মে জানতে পেরে বুধবার দুপুরের দিকে কাঁঠালতলা বাজার থেকে মোঃ জিল্লুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে। সে যশোরের বেনাপোল বন্দর থানাধিন দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে এসআই ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে ডুমুরিয়া থানা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। সংবাদটি ৪১০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু