চুকনগরে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০ | আপডেট: ৮:১২:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

চুকনগর আঞ্চলিক সংসদ সাবেক ছাত্রলীগের উদ্যোগে মুজিব শতবর্ষ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার বিকাল ৪টায় শহরের কাঁপুড়িয়া পট্রিতে আঞ্চলিক সংসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ। আঞ্চলিক সংসদ ছাত্রলীগের সাবেক আহবায়ক বিশ্বজিৎ কুমার মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন।

বক্তব্য রাখেন আ’লীগ নেতা মাষ্টার সিরাজুল ইসলাম, সরদার ওহিদুল ইসলাম, স্বপন দেব, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, মৃনাল কান্তি প্রসাদ, ইমরান হোসেন, অরিন্দম গোলদার, কাজী মেহেদী হাসান রাজা, সম কবিরুল ইসলাম, জিল্লুর রহমান আকুজ্ঞি, সুমন সরদার, ইকবল হোসেন সালাম, ইব্রাহিম হোসেন, কেএম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, কামরুল ইসলাম, ইমরান হুসাইন, এম এ ইয়াসিন, নাজমুল ইসলাম বাবু, শাকিব শাহারিয়ার প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা