চুকনগরে সাবেক অধ্যক্ষ মরহুম আবু বকর স্মরণে মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯ | আপডেট: ৭:২৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় মরহুম এস এম আবু বকর স্মরণে ও তার স্মৃতি রক্ষায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণের উদ্যোগে শুক্রবার বেলা ১০টার দিকে চুকনগর ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক ও চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন উত্তরণ এর পরিচালক শহিদুল ইসলাম। শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক আবু তালেব, নির্মল দেবনাথ, গাজী মোতহার হোসেন, কালিপদ রায়, সরদার সিরাজুল ইসলাম, আব্দুল খালেক মোল্যা, ইবাদ আলী। বক্তব্য রাখেন অধ্যাপক হাশেম আলী ফকির, অজিত সরদার, আবুল কালাম মহিউদ্দীন, অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, অধ্যাপক অবনী রায়, অধ্যাপক হাফিজ মাহমুদ, অধ্যাপক নিকুজ্ঞ বিহারি মন্ডল, মিনতি কুন্ডু, সরদার ওহিদুল ইসলাম, আব্দুর রশিদ বিশ্বাস, সাংবাদিক ইব্রাহিম রেজা, সাংবাদিক এম রুহুল আমীন, রহমত আলী খাঁ, হাজেফ মঈন উদ্দীন, তপন ব্র‏হ্ম, মোড়ল মাহাবুব আলম, এম এম রুহুল আমীন, শেখ শহিদুল ইসলাম, আজিজুর রহমান, এনামুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক