চুকনগরে সরকারি ডিপ টিউবওয়েল থেকে পানি নেয়ায় দুই মহিলাকে পিটিয়ে জখম প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ | আপডেট: ৮:১২:অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ চুকনগরের সরকারি ডিপ টিউবওয়েলটি। চুকনগরে সরকারি ডিপ টিউবওয়েল থেকে পানি নেয়ার কারণে ২মহিলাকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চাকুন্দিয়া গ্রামে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা উত্তর চাকুন্দিয়া গ্রামের আনোয়ার হোসেন গাজীর পুত্র আব্দুল হান্নান গাজী তার অভিযোগে উল্লেখ করেন গত ৩০/১১/২০২০ ইং তারিখ সরকারী ডিপ টিউবওয়েল থেকে পানি নেয়ার কারণে মৃত কাশেম গাজীর পুত্র মোস্তাফিজুর রহমান গাজী, মৃত নওয়াব আলী গাজীর পুত্র আব্দুল ওহাব গাজী ও নিছার হোসেন গাজী, নিছার গাজীর পুত্র হুমায়ন গাজী, আব্দুল ওহাব গাজীর পুত্র মুরাদ গাজী তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাদীর স্ত্রী নাজমা বেগম, ভাবি মর্জিনা বেগম ও ভাই আলতাফ গাজীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তারা গালিগালাজের কারণ জানতে চাওয়ায় তাদেরকে মেরে জখম করা হয়। এঘটনায় ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে আব্দুল ওহাব গাজী তাদের বিরোদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। সংবাদটি ৯২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু