চুকনগরে যুবলীগ নেতার মাস্ক এবং সাবান বিতরন প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ | আপডেট: ৮:১৩:অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ চুকনগরে সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান যুবলীগ নেতা আকতারুল আলম সোহাগ মাস্ক ও সাবান বিতরন করছেন। আজ বুধবার সকালে তিনি চুকনগরের বাসষ্টান্ড চত্বর সহ খুলনা, সাতক্ষীরা, যশোর ও যতিন কাশেম রোড়ে এ বিভিন্ন শ্রেনীর ড্রাইভারদের মাঝে এ মাস্ক এবং সাবান বিতরন করেছেন। জানা যায়, ভ্যান, ইজিবাইক মোটরবাইক সহ বিভিন্ন শ্রেনীর ড্রাইভারদের মাঝে মাস্ক এবং সাবান বিতরন করেন। মাস্ক এবং সাবান বিতরনকালে তিনি ড্রাইভারদের মাঝে সচেতনতা মূলক কথা বলেন এবং সাবধানতা অবলম্বন করতে বলেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য অনুরোধ করেন। মাস্ক বিতারনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মিল্টন, যুবলীগের অন্যতম নেতা সরদার মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সিনিঃ সহ সভাপতি বিপ্লব কুমার ঘোষ ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ। সংবাদটি ৪৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু