চুকনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০ | আপডেট: ৬:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরাকে বাধ্যতামূলক করার অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের নির্দেশনায় আজ দুপুরে ডুমুরিয়া উপজেলার চুকনগর ও ডুমুরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবদুল ওয়াদুদ মহোদয় এবং সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ডা. সঞ্জীব দাশ মহোদয়। এসময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোট ২৫ টি মামলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন’২০১৮ এর ২৫(২) ধারায় ১৪৭০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৭০ জন ব্যক্তিকে আটক করা হয়; পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন- এরূপ অঙ্গীকারনামা নিয়ে তাদের মুক্তি প্রদান করা হয়। উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর, ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। সংবাদটি ৫৩০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু