চুকনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০ | আপডেট: ৬:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরাকে বাধ্যতামূলক করার অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের নির্দেশনায় আজ দুপুরে ডুমুরিয়া উপজেলার চুকনগর ও ডুমুরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবদুল ওয়াদুদ মহোদয় এবং সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ডা. সঞ্জীব দাশ মহোদয়। 
 
এসময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোট ২৫ টি মামলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন’২০১৮ এর ২৫(২) ধারায় ১৪৭০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৭০ জন ব্যক্তিকে আটক করা হয়; পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন- এরূপ অঙ্গীকারনামা নিয়ে তাদের মুক্তি প্রদান করা হয়। 
 
উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর, ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
 

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা