চুকনগরে ভ্রাম্যমান আদালতে জরিমান প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ২১, ২০১৯ | আপডেট: ৬:৫৯:অপরাহ্ণ, মে ২১, ২০১৯ চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগরে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ বেগম এ অভিযান পরিচালনা করেন। এরা হলেন বাবুলের আপন কসমেটিক্রে থেকে ৩হাজার টাকা, গোবিন্দ্রর ফলের দোকান থেকে ৫হাজার টাকা, আব্দুল মজিদের সাজ কসমেটিক্র থেকে ৩হাজার টাকা ও তৈয়েবুর রহমান তবি মোড়লের প্রিয়া টেইলার্স থেকে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তার সাথে ছিলেন এএসআই মহিবুল্লাহসহ সঙ্গীয় ফোর্স। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর চুকনগরে ভ্রাম্যমাণ আদালতভ্রাম্যমাণ আদালতে জরিমানারমজান উপলক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত সংবাদটি ৪৪০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু