চুকনগরে পাউবোর জায়গায় লাগানো গাছের ডালপালা কেটে নেয়ার অভিযোগ প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ | আপডেট: ২:৩১:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ চুকনগরের আধারমানিক বাজারের পশ্চিম প্রান্তে কালভার্টের সন্নিকটে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় লাগানো শত শত শিরিস গাছের ডালপালা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৩/৪বছর ধরে সরকারী জায়গায় লাগানো গাছের ডালপালা কেটে সরকারকে ফাঁকি দিয়ে এভাবেই হাজার হাজার টাকা উপার্জন করছেন তিনি। সরজমিনে গিয়ে একাধিক এলাকাবাসী সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার আধারমানিক গ্রামের ইব্রাহিম হোসেন তালুকদারের পুত্র আব্দুর রশিদ তালুকদার নামে এক ব্যক্তি ২০১৪সাল থেকে উক্ত এলাকায় অন্যের জমি ইজারা নিয়ে মৎস্য ঘের বানিয়ে মাছ চাষ করে আসছে। এ সুযোগে তিনি অত্র এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়াই নিজের ইচ্ছামত একাধিক জায়গায় শিরিস গাছ রোপন করে প্রতি বছর তার ডালপালা কেটে নিজের প্রয়োজনে ব্যবহার করাসহ লক্ষ লক্ষ টাকা বিক্রয় করে আসছে। দীর্ঘদিন ধরে তিনি এভাবে সরকারী জায়গায় গাছ লাগিয়ে কর্তৃপক্ষের চোখকে ফাঁকি দিয়ে নিজের স্বার্থ হাসিল করে আসছে তিনি। এব্যাপারে রশিদ তালুকদার বলেন, পাউবোর জায়গায় গাছ লাগালে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় সেটা তিনি জানতেন না। তবে ১/২দিনের মধ্যে যে পন্থা অবলম্বন করলে পাউবোর জায়গা ব্যবহার করা যায় সেই পন্থায় তিনি অবলম্বন করবেন। স্থানীয় ই্উপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায় বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এভাবে সরকারী জায়গায় গাছ লাগিয়ে নিজের প্রয়োজন মেটানো এটা মোটেই সমিচিন নয়। উপজেলা পাউবোর এসও হাসনাতুজ্জামান বলেন, বিষয়টি আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়ের কাছ থেকে জেনেছি এবং আজই আমরা আব্দুর রশিদের বিরুদ্ধে নোটিশ করব। যদি তিনি উপযুক্ত জবাব দিতে পারেন তাহলে ভাল। আর সঠিক জবাব দিতে না পারলে আমরা পাউবোর জায়গায় লাগানো গাছের ডাল কাটার অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করব। খুলনা পাউবোর এক্রচেঞ্জ আশরাফুল আলম বলেন, বিষয়টি আমি জেনেছি এবং তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার নির্দেশও দিয়েছি। সংবাদটি ৪৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু