চুকনগরে দীর্ঘদিনের চলাচলের রাস্তার উপর বাথরুম ঘর তৈরি: গ্রামবাসীর বিক্ষোভ প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ | আপডেট: ৯:০৮:অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ দীর্ঘদিনের চলাচলের রাস্তার উপর বাথরুম তৈরি করার কারণে চুকনগরে দীর্ঘ ২মাস একটি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। এঘটনায় পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চুকনগর গ্রামের মালোপাড়ায়। ৬০বছরের বৃদ্ধ সুকান্ত রায়ের স্ত্রী দেবীরানী রায় জানায়, আমাদের পূর্ব পুরুষরা ঐ গ্রাম্য রাস্তা দিয়ে আজীবন চলাচল করেছে। আমরাও চলাচল করেছি। জিতেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র বিশ্বজিৎ বিশ্বাসের পূর্ব পুরুষরাও ঐ রাস্তা দিয়ে চলাচল করেছে। কিন্তু বর্তমানে বিশ্বজিৎ রাস্তাটির উপর কৌশলে বাথরুম তৈরি করে একটি আধ দেওনা পরিবারকে গৃহবন্দী করে রেখেছে। ৭০বছরের বৃদ্ধ সত্যজিৎ রঞ্জন বিশ্বাসের স্ত্রী কমলা বিশ্বাস জানায়, আমার বিবাহের সময় আমি পালকিতে চড়ে উক্ত রাস্তা দিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম। কিন্তু আজ শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে বিশ্বজিৎ রাস্তাটি বন্ধ করে দিল। গৃহবন্দী (আধ দেওনা) অশোক বিশ্বাস বলেন, গত দুই মাস আগে বিশ্বজিৎ আমাকে বলেছিল রাস্তার নিচে তারা বাথরুমের একটি ট্রাংকি খুঁড়বে মাত্র। তাদের রাস্তা চলাচলে কোন ক্ষতি হবে না। সে কারণে আমরা কোন বাঁধা না দিয়ে ট্রাংকি খোঁড়ার সুযোগ করে দেয়। কিন্তু সুচতুর বিশ্বজিৎ বিশ্বাস রাতের আধারে সেখানে বাথরুম তৈরি করে পুরো রাস্তাটি বন্ধ করে দিয়েছে। একারণে ঘরে বসে কান্নাকাটি করা ছাড়া তাদের কিছু বলার ক্ষমতা আমাদের নেই। এহেন পরিস্থিথিতে গত ২মাস ধরে গ্রামের একটি পরিবার গৃহবন্দী হয়ে পড়ায় মেনে নিতে পারেনি গ্রামবাসী। নিরুপায় হয়ে শনিবার বিকালে গ্রামের আবাল, বৃন্দ ও বনিতা একত্রিত হয়ে অসহায় নিরীহ পরিবারটি বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে। সংবাদটি ৩৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু