চুকনগরে জোরপূর্বক সম্পত্তি দখলসহ ধান কেটে নেয়ার অভিযোগ প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০ | আপডেট: ৮:১০:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০ চুকনগরে বিজ্ঞ সহকারী (ডুমুরিয়া) আদালতের আদেশ অমান্য করে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলসহ ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের ৯নং ওয়ার্ডের কুলবাড়িয়া-বরাতিয়া মৌজায়। প্রাপ্ত মামলা সূতে জানা যায়, ১৯৯৪সালে কুলবাড়িয়া গ্রামের মৃত লস্কার সরদারের পুত্র মৃত আব্দুল সরদার একই গ্রামের মৃত আশকর শেখের দুই কন্যা আয়েশা বিবি ও ছবিজান বিবির কাছ থেকে ডুমুরিয়া উপজেলার অন্তর্গত কুলবাড়িয়া বরাতিয়া মৌজায় একটি জমি ক্রয় করে। জমিটি ক্রয়ের পর থেকে দীর্ঘ ২৬বছর ধরে তারা ভোগ দখল করে আসছে। কিন্তু কুলবাড়িয়া গ্রামের মৃত কওসার শেখের পুত্র ইসমাইল শেখ, নুরুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম, আনারুল ইসলামের স্ত্রী শাহিনা বেগম, মৃত কওসার শেখের স্ত্রী আনোয়ারা বেগম এবং বাদামতলা শাহপুরের শহিদুল্ ইসলামের স্ত্রী রোজিনা বেগম জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এঘটনায় কুলবাড়িয়া গ্রামের মৃত মোঃ আব্দুল সরদারের পুত্র মোরশেদ সরদার, কন্যা রেশমা বেগম ও গুটুদিয়া গ্রামের মৃত ছায়বালী শেখের পুত্র সামছুর রহমান শেখ বাদী হয়ে গত ২৪/০৬/২০১৯ইং সালে খুলনার ডুমুরিয়ার বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যার নং-১৩৩/২০১৯ইং। মামলার পর আদালত জমিটির উপর উভয় পক্ষের উপিস্থিতিতে ১৫১ ধারা মতে ০২/০২/২০২০ ইং তারিখে একটি নিষেধাজ্ঞা জারি করেন। আদেশে বলা হয় একটি সুষ্টু সমাধান না হওয়া পর্যন্ত বাদী বিবাদী উভয় প্ক্ষ জমিটির উপর স্থিতি অবস্থা বজায় রাখবে। আদালতের সেই আদেশ অমান্য করে বিবাদীগণ জমিতে জোরপূর্বক ধান রোপন করে এবং শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তারা ধান গুলো কেটে নেয়। এব্যাপারে বিবাদী আনারুল বলেন, নিষেধাজ্ঞার কোন কপি তারা পায়নি। সংবাদটি ৬৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু