ঘূর্ণিঝড় আম্ফান: তালায় ৯টি সাইক্লোন শেল্টার ও ১শ ৪ টি স্কুলে আশ্রয়কেন্দ্র প্রস্তুত

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ২০, ২০২০ | আপডেট: ৫:১২:অপরাহ্ণ, মে ২০, ২০২০
সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সবধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে খুলে দেয়া হয়েছে উপজেলার  সকল আশ্রায়কেন্দ্র গুলো৩৪। জরুরী প্রয়োজনে  প্রস্তুত রাখা  হয়েছে  খাদ্য, চিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যাবস্থা ।
 
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক জানান,  তালা উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলার জন্য ১১৩টি আশ্রায় কেন্দ্র খুলে রাখা হয়েছে। এর মধ্যে ৯টি সাইক্লোন শেল্টার এবং ১০৪টি স্কুলে আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা রয়েছে। ইতোমধ্যে সেখানে প্রায় ২২ হাজার তিনশত লোক আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রে মোট ৬৭ হাজারেরও  বেশি লোক  এখানে  আশ্রয় নিতে পরবে।
 
এছাড়া তিনি আরও  জানান, ঘূর্ণিঝড় আম্পানের জন্য ও করোনা দূর্যোগকালীন হিসাবে ২৫ মে.টন চাউল ও ১লক্ষ৩০হাজার নগদ অর্থ বরাদ্ধ করা হয়েছে।  শুকনা খাবার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ইতোমধ্যে  ঘূর্ণিঝড় আম্ফান উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে। আমরা আম্ফান মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। উপজেলার  বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে সর্তকবার্তা পৌঁছে দেওয়াও হচ্ছে। অতিদ্রুত জনগনকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হচ্ছে। আমি এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলি পরিদর্শন করে যাচ্ছি।  এছাড়া সবধরনের পরিস্থিতিতে জনগনের সেবায় নিয়োজিত  আছি।  
 
উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান,  উপজেলার খেশরা, কুমিরা, ইসলামকাটি সহ সকল ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান সম্পর্কে সচেতন করতে মাইকিং করা হয়েছে। এছাড়া  আশ্রায় কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় রেখে শিশু, বৃদ্ধ ও গৃহপালিত পশুকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান-এনজিও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ তিনি জানান, উপজেলা পরিষদও উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সর্বদা প্রস্তুত আছে।

আপনার মতামত লিখুন :

কিশোর কুমার। নিজস্ব প্রতিবেদক। পাটকেলঘাটা, সাতক্ষীরা