ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডব, কপিলমুনিতে খোলা আকাশের নিচে চলছে আওয়ামীলীগ কার্যালয়ের কার্যক্রম প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): কপিলমুনি-হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের কার্যক্রম এখন চলছে খোলা আকাশের নিচে। সম্প্রতি ঘটে যাওয়া বুলবুলের তান্ডবে এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আওয়ামীলীগ কার্যালয়ের টিনের ছাউনি দেওয়া চালটি ঝড়ে উড়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তা পুনরায় সংস্কারের করা হয়নি। আর প্রতিদিন এ দু’ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম খোলা আকাশের নিচে বসে চালিয়ে যাচ্ছে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা। তবে কার্যালয়টি অতিদ্রুত সংস্কারের জন্য সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন নেতা কর্মীরা। জানাগেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নের আ’লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। কিছু দিন পূর্বে কপিলমুনি-হরিঢালীর যৌথ উদ্দ্যোগে কপোতাক্ষ বাইপাস সড়কের পাশে মহিলা মার্কেট সংলগ্ন ফাঁকা স্থানে ইট-বাাঁশ ও টিনের ছাউনি দিয়ে ঘর তৈরী করে দলীয় কার্যক্রম শুরু করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। কিন্তু সম্প্রতি ঘূর্ণীঝড় বুলবুলের আঘাতে পুরো চাল উড়ে গিয়ে সম্পূর্ণ তছনছ হয়ে যায়। বর্তমানে সংস্কারের অভাবে নেতাকর্মীরা এখন খোলা আকাশের নিচে বসে চালিয়ে যাচ্ছেন। আ’লীগ নেতা মঈনুদ্দীন হাজরা বলেন, আওয়ামীলীগ অফিসটি ঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এটি সংস্কারের জন্য স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা হয়েছে আশা করছি কিছুদিনের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু হবে। তবে এ ব্যাপারে সকলের সহযোগীতা দরকার। পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু বলেন, ‘কার্যালয়ের উপরে চাল না থাকায় দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। দিনে রোদ, আর রাতে কুয়াশা পড়ায় কোন সভাও করা যাচ্ছে না। জেলা আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে এখানে আমাদের তৃনমূলেরর নেতাকর্মীদের নিয়ে একটা সভা করতে পারতাম কিন্তু সেটা সম্ভাব হয়নি উপরে চাল না থাকায়। পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান বলেন, ‘ঝড়ে আমাদের সকলের প্রচেষ্টায় সদ্য নির্মিত আ’লীগের কার্যালয়টির ছাউনিকৃত চাল সম্পন্ন ঝড়ে উড়িয়ে নিয়ে পাশের একটি চাঁদনীর চালের উপর আছড়ে পড়েছে। তাতে করে বাঁশ ও টিন দিয়ে তৈরী চালটি সম্পূর্ণ বিদ্ধস্ত হয়েছে। যা পুনরায় ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে।’ সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি