খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাতক্ষীরায় আসছেন শুক্রবার প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাতক্ষীরায় আসছেন শুক্রবার (৬ মার্চ)। সফরসূচি অনুযায়ী সাতক্ষীরায় পৌঁছে তিনি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিক্ষুক পুনর্বাসন সংক্রান্ত সভায় যোগদান শেষে তিনি বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিভাগীয় কমিশনার দুপুর সাড়ে ১২টায় মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া দুপুর ২টায় তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন বিষয়ক সভায় যোগদান শেষে বিকাল ৩টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল বিষয়ক সভায় যোগদান করবেন। পরে বিকাল ৪টায় বিভাগীয় কমিশনার সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলমান এসএমই পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা অফিসার্স ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স খুলনা বিভাগীয় কমিশনার সংবাদটি ৬০৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান