খুলনার ফুলতলায় রোগী দেখতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১ প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১ | আপডেট: ৪:৫৩:অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১ সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার। প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটে চলেছে। খুলনার ফুলতলা উপজেলা সংলগ্ন এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে ভয়াবহ দুর্ঘ টনা ঘটেছে। দুর্ঘটনায় সাথী বেগম (২৫) নামে একজন নিহত হয়েছেন এবং সংঙ্গে থাকা তার স্বামী আশরাফুল মল্লিক (৩৫) গুরুতর আহত হয়েছেন তারা ফুলতলা দমোদার নতুনহাট একলাকার বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত সাথী বেগম এবং তার স্বামী অসুস্থ বোনকে দেখতে এ গফুর মেমোরিয়াল হাসপাতালের যাচ্ছিলেন। রাস্তাপার হওয়ার জন্য দাড়িয়ে ছিলেন দুজনে, সেই অবস্থায় নিয়ন্ত্রান হারিয়ে যশোর থেকে খুলনাগামী ১০ চাকার ট্রাক সাথী বেগমকে চাপা দিলে ঘটনা স্থালে তিনি মৃত্যুবরণ করেন এবং স্বামীর পায়ের উপর থেকে ট্রাক গিয়ে বিদুৎ এর খুটির সাথে ধাক্কা খায়। আহত আশরাফুল মল্লিক আরএফল কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন। ঘাতক ট্রাক, ড্রাইভার এবং চালকে আটক করে ফুলতলা থানা পুলিশ। সংবাদটি ৩১৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খুলনায় গৃহবধু হত্যা মামলায় স্বামী আটক: আদালতে স্বীকারোক্তি খুলনার গ্যারিশনে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক