খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১ | আপডেট: ৪:৫৯:অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

খুলনা মহানগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

মহানগরীর আহসান আহমেদ রোডে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি ও সোনাডাঙ্গার মজিদ সরণীর খান ডিপার্টমেন্টাল স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়,  বৃহস্পতিবার (২২ এপ্রিল) অধিদপ্তরের জেলা  কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

তিনি জানিয়েছেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে আহসান আহমেদ রোডের সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে এবং নির্ধারিত দামের অতিরিক্ত দামে ডাল ও ছোলা বিক্রির দায়ে সোনাডাঙ্গাস্থ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতের খান ডিপার্টমেন্টাল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিসিবি’র বিক্রয় কার্যক্রম তদারকি করাসহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং করা,  লিফলেট, প্যামপ্লেট বিতরণ, মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স