খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ | আপডেট: ৬:৩৪:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সমগ্র প্রথিবী দেখেছে কাতারের রাষ্ট্রীয় এয়ার এম্বুলেন্স বিমান যোগে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। আর স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এতেই বোঝা যায় কার সম্মান কোথায়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তিনি আজ মঙ্গলবার(১৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এম মহিদুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এস কে  ফারুক প্রমূখ।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব বলেন, দীর্ঘ ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনা। তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল শেখ হাসিনা। কিন্তু মহান আল্লাহর রহমতে তারা সেটি পারেনি। তিনি আরো বলেন, আগামীতে তারেক রহমানকে নিয়ে বীরের বেশে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং সেই অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মী এবং সমগ্র দেশবাসী।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স