খাদ্য সামগ্রী নিয়ে দিনমজুর, চা দোকানির দরজায় তালার এসিল্যান্ড “খন্দকার রবিউল ইসলাম”

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০ | আপডেট: ১১:৩৮:পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০
মোঃ সাইদুজ্জামান শুভ:
করোনা ভাইরাস(কোভিড-১৯) পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার তালা উপজেলার পরিবারের খোঁজ নিয়ে নিজেই খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন এসিল্যান্ড।
 করোনা ভাইরাস সংক্রমণের ভয় থাকলেও পেটের যন্ত্রণা আরো বড়। এ অবস্থায় হঠাৎ খাদ্যসামগ্রী নিয়ে বিভিন্ন বাড়িতে হাজির হন তালা উপজেলা   সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম । তা দেখে কেঁদে ফেলেন অনেকে। এতে আজ কাজের খোঁজে বাইরে যেতে হয়নি তাদের।
এসিল্যান্ড জানান, কোভিড-১৯ পরিস্থিতির কারণে তলার অতিদরিদ্র যেসব মানুষ এইমুহূর্তে কর্মহীন, তাদের কাছে যাচ্ছি আমি। প্রতি পরিবারকে এক সপ্তাহ চলার মতো খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।  বুধবার রাতে নগরঘটা ও সরুলিয়া ইউনিয়নের কয়েকটি এলাকায় একইভাবে ঘরে-ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া  হয়েছে।  এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে এ কার্যক্রম কে স্বাগত জানিয়েছে তালা উপজেলাবাসী।
সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক