কেশবপুর পৌরসভা নির্বাচনে ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ | আপডেট: ৭:০৯:অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ গত ২৮ ফেব্রুয়ারি পঞ্চমধাপে যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে ১১ হাজার ৮৮৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল। নয়টি ভোট কেন্দ্রে ২০ হাজার ৭৭৫ ভোটের মধ্যে ১৪ হাজার ৬৪৯ জন ভোটার ভোট প্রদান করেছেন। প্রাপ্ত ভোটের মধ্যে তিনি ৮০ দশমিক ৩৬ শতাংশ ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের ২৩ কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে অনুযায়ী কেশবপুর পৌসভা নির্বাচনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আবদুল কাদের। এছাড়া সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের ৫১ প্রার্থীর মধ্যে ২২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংরক্ষিত নারী ১৩ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের ৩৮ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জামানত হারিয়েছেন, মঞ্জুয়ারা বেগম, রাশিদা খাতুন, শাহানা কবীর, রিক্তা খাতুন ও জাহানারা খানম। সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে জামানত হারিয়েছেন, সোহেল হাসান, জামাল উদ্দিন, শওকত হোসেন, মনিরুজ্জামান, আজিবর মোড়ল, মোরশেদ আলী, আবদুর রাজ্জাক, মশিয়ার রহমান, প্রদীপ চক্রবর্তী, কুতুব উদ্দিন বিশ্বাস, মেহেদী হাসান, মানিক লাল, ওয়াজেদ খান, সেলিম খান, খন্দকার মফিদুল ইসলাম, আবদুল গফুর মোড়ল, আবদুল বারিক বিশ্বাস। মঙ্গলবার সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ ওই সকল প্রার্থীর জামানত হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদটি ১৭১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু