কেশবপুর উপজেলা ও পৌর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৫:৫৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ দেশের স্বাধীনতা বিরোধীরা গোপনে ঐক্যবদ্ধ হচ্ছে, তাদেরকে রুখে দিতে হবে। দেশকে নেতৃত্ব দিতে হলে সংগঠিত সংগঠন প্রয়োজন। আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে সার্বক্ষণিক পাশে থেকে দলকে আরও সুসংগঠিত ও বেগবান করার জন্য কাজ করে যাচ্ছে কৃষক লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য নিজে হাতে কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সেখান থেকে যশোরের কেশবপুরে কৃষিতে বিপ্লব ঘটেছে। যে ধারা এখনো অব্যাহত রয়েছে। বৃহ¯পতিবার কেশবপুর উপজেলা ও পৌর কৃষক লীগের বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে কৃষক লীগের বর্ধিত সভায় সকাল থেকেই উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে হাজির হন। এ সময় কৃষক বাঁচলে বাঁচবে দেশ স্লোগানে মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক স¤পাদক ও সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর স¤পাদক নাজমুল ইসলাম পানু। প্রধান বক্তার বক্তৃতা করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট সামছুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বর্ধিত সভার এক পর্যায়ে অতিথিবৃন্দদেরকে সুফলাকাটি ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। বর্ধিত সভা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষকলীগের নেতৃবৃন্দের মাঝে গাছের চারা এবং বীজ তুলে দেন অতিথিবৃন্দ। এরপর আবু শরাফ সাদেক অডিটোরিয়াম প্রাঙ্গণের এক পাশে একটি বৃক্ষের চারা রোপণ করেন। কৃষক বাঁচাও-দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কৃষক লীগের এ বর্ধিত সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সংবাদটি ৫০৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু