কেশবপুরে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ৪, ২০২১ | আপডেট: ৪:৫১:অপরাহ্ণ, মে ৪, ২০২১ যশোরের কেশবপুরে সোমবার রাতে বিষধর সাপের কামড়ে হানিফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোরের পরিবারের পক্ষ থেকে তার আপন চাচাতো ভাই মিন্টু রহমান জানান, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে হানিফ হোসেন সোমবার সন্ধ্যায় তার বন্ধুদের সাথে বাড়ির পাশে বালিয়াডাঙ্গা দেবালয় সংলগ্ন বর্ষাখোড়ার মোড়ে ঘুরতে বের হয়। এ সময় তাকে সাপে দংশন করে। তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কিশোরকে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সংবাদটি ৫৪৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু