কেশবপুরে লকডাউন না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১ | আপডেট: ১০:৩৫:অপরাহ্ণ, জুন ২৩, ২০২১ যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে না মানার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ জন মটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিস সহকারী বিশ্বজিৎ কুমার বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সরকারী নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন মটরসাইকেল নিয়ে প্রয়োজন ব্যাতিত চলাচল করায় এবং সরকারী নিষেধ না মানায় শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০০ টাকা করে মোট ১৫ জন মটরসাইকেল চালককের নিকট থেকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সংবাদটি ৪৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু