কেশবপুরে মাছের ঘের থেকে শিক্ষকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ | আপডেট: ৫:২০:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
যশোরের কেশবপুরে দু’দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার মাছের ঘেরের পানি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলী সরদারের (৬৯) লাশ উদ্ধার করা হয়েছে। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সারুটিয়া গ্রামের মৃত করম আলী সরদারের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলী সরদার গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয় উল্লেখ করে তার ছেলে শাহিদুর রহমান বুধবার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বাড়ির পাশ্ববর্তী একটি মাছের ঘেরের পানিতে তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
 
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর