কেশবপুরে বজ্রপাতে হনুমানের মৃত্যু প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১ | আপডেট: ৭:৩১:পূর্বাহ্ণ, মে ১২, ২০২১ যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে হনুমানের মৃত্যু হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের বসুপাড়ায় নারিকেল গাছে বজ্রপাত ঘটে। এ সময় গাছে বসে থাকা হনুমানের ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকাবাসী বজ্রপাতে মৃত হনুমানটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেন। এ দিকে বজ্রপাতে মৃত্যু হওয়া হনুমানের অপর সঙ্গীরা ঘটনাস্থলে জড়ো হয়ে শোকে মাতোয়ারা হয় বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বজ্রপাতে মৃত্যু হওয়া হনুমানটি উদ্ধার করে বন অফিসে আনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে সৎকার করা হয়েছে। সংবাদটি ২১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু