কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় সভা প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ | আপডেট: ৮:২৯:অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কেশবপুরের সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মনিরামপুর সার্কেল মোঃ শোয়েব আহমেদ খান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন আলম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন ,উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান নাসিমা সাদেক , পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি মনোয়ার হোসেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ সরদার, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান সহ সকল সরকারী কর্মকর্তা বৃন্দ। সভায় উপজেলার ৬৬৭ জন বিদেশ ফেরৎ রয়েছে। এর মধ্যে কোরেন্টাইনে রাখা হয়েছে ২২ জনকে । বাকিদের সতর্ক করাসহ ব্যক্তি ও পরিবার পরিজনদের ১৪ দিন বাইরে ঘোরাফেরা না করার জন্য নির্দেশনাসহ বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজার সমুহের চায়ের দোকান গুলিতে টিভি না চালানোর জন্য বলা হয়। জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি বিদেশ ফেরতদের ব্যাপারে সজাগ থাকা ও মনিটারিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক করোনা ভাইরাস সংবাদটি ৮৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত