কেশবপুরে করোনায় মুক্তিযোদ্ধার মুত্যু: বিভিন্ন মহলের শোক প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ শেখ কাইয়ূম উদ্দীন। ফাইল ছবি যশোরের কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ কাইয়ূম উদ্দীন (৭৫) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শরীরে করোনা শনাক্ত হয় বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যূকালে স্ত্রী , এক ছেলে, দুই মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার উপজেলার নেহালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তার বড় জামাই আওয়ামীলীগ নেতা গাজী গোলাম সরোয়ার জানান, তার শশুরের শরীরে সম্প্রতি করোনা ভাইরাস শনাক্ত হয়। তার মৃত্যুতে কেশবপুরের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গেভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতার হলেন, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী । অনুরুপ বিবৃতি দিয়েছেন, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোল্লা আব্দুস সাত্তার ও হাজী রুহুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী ও জয়দেব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান টুলু ও এম আর মঈন, কোষাধ্যক্ষ সামছুর রহমান, দফতর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহীনুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক শাহীনুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম কবির হোসেন, আব্দুর রহমান, নুরুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক, রুহুল আমীন খান, সদস্য, দিলীপ মোদক, সিদ্দিকুর রহমান, তন্ময় মিত্র বাপী, জাহিদ আবেদীন বাবু, মশিউর রহমান, ওয়াজেদ খান ডবলু, উৎপল দে, আব্দুল মজিদ, রাবেয়া ইকবাল, মদন সাহা অপু, আব্দুল মোমিন, রাজ্জাক আহম্মেদ রাজু, আব্দুস সালাম, এ কে আজাদ ইকতিয়ার, মতিয়ার রহমান, রুহুল আমিন বিশ্বাস, আব্দুল্লাহ আল ফুয়াদ, আয়ুব খান, এহসানুল হোসেন তাইফুর, আব্দুল করিম, সোহেল পারভেজ, রমেশ চন্দ্র দত্ত, কামরুজ্জামান রাজু, মিলন কুমার দে, পরেশ চন্দ্র দেবনাথ, শহিদুল ইসলাম, উদয় শংকর সিংহ, মেহেদী হাসান জাহিদ, সুশান্ত কুমার মল্লি , মাহবুবুর রহমান,অলিয়ার রহমান ও আব্দুল্লাহ আল মামুন । সংবাদটি ৪৯৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু