কেশবপুরে আরো একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ | আপডেট: ৭:২৫:অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ যশোরের কেশবপুরে আরো একটি বিলুপ্ত প্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, খাদ্যের সন্ধানে আসা বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ বরণডালী গ্রামের মিরেরডাঙ্গায় বসবাসকারী আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে ছাগল খাওয়ার জন্য হানা দেয়। এ সময় কুকুরের ডাকাডাকিতে বাড়ির মালিক কুদ্দুসের ঘুম ভেঙ্গে যায়। তখন বাড়ির মালিকের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এর মধ্যে আরও ৪-৫টি কুকুর একত্রিত হয়ে বাঘটিকে তাড়া করে। ওই সময় গ্রামবাসী পিছু নিয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। আব্দুল কুদ্দুস বলেন, আমাদের বাড়িতে একটি মেছো বাঘ ছাগল খেতে এলে একদল কুকুর বাঘটিকে ঘিরে ফেলে। পরবর্তীতে গ্রামের লোকজন বাঘটিকে আঘাত করলে মারা যায়। পরে মৃত মেছো বাঘকে মাটিতে গর্ত করে পুতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, গত ৩ মাস আগে ওই এলাকায় আরো একটি মেছো বাঘকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, মেছো বাঘকে পিটিয়ে হত্যার বিষয়ে কেউ জানায়নি। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদটি ৫১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু