কেশবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ | আপডেট: ৩:৩৭:অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ যশোরের কেশবপুরের হরিহর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা বালু উত্তোলনকারি হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বড় পাথরা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হরিহর নদীতে ঘাঘা গ্রামের মৃত কোরবান গাজীর ছেলে হাফিজুর রহমান ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভুমি)ইরুফা সুলতানা ঘটনাস্থলে পৌছে সত্যতা যাচাই শেষে হাফিজুর রহমানকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারার অপরাধে ও ১৫(১) ধারা অনুযায়ি ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদটি ৫৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু