কেশবপুরের ঐতিহ্য বিরল প্রজাতির ক্ষুধার্ত হনুমানের পাশে ‘শুভসংঘ’ প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ কেশবপুরে হনুমানের পাশে শুভসংঘ। কালের কন্ঠ শুভসংঘ যশোরের কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিরল প্রজাতির ক্ষুধার্ত কালোমুখো হনুমানের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের হাসপাতাল এলাকা এবং সদর ইউনিয়নের মধ্যকুল ও রামচন্দ্রপুরে ভবঘুরে হনুমানের ক্ষুধা নিবারণের জন্য পাকা কলা, পাউরুটি ও বাদাম দেওয়া হয়। খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক এনামুল হক কাজল, সাধারণ সম্পাদক ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর সরকার, কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান, শুভসংঘের উপজেলা প্রচার সম্পাদক শওকত আলী, সাংবাদিক তন্ময় মিত্র বাপী, কামরুজ্জামান রাজু প্রমুখ। শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ মধ্যকুল এলাকায় ক্ষুধার্ত হনুমানের খাদ্য দেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী বিরল এ প্রজাতি কালোমুখো হনুমানের পাশে দাঁড়ানোর আহ্বান করেন। সংবাদটি ৪৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু