কুল্যায় সমতা প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ | আপডেট: ৮:৫৯:অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
কুল্যায় সমতা প্রকল্পের প্রারম্ভিক সভায় বক্তব্য রাখছেন ইউএনও মীর আরিফ রেজা।

আশাশুনি উপজেলার কুল্যায় সমতা প্রকল্পের প্রারম্ভিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ইউনিয়ন সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমতা প্রকল্পের সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রহমান, সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, প্রজেক্ট অফিসার হারুন অর রশিদ।

 

ইউনিয়ন সিভিএ সদস্য সনজিদ বিশ্বাসের সঞ্চালনায় সভায় ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, ইমাম, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ ও ইউনিয়ন সিভিএ দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স