কিছু মানুষ প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ | আপডেট: ৫:০১:অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ কিছু মানুষ ……..শ্যামল বণিক অঞ্জন…….. এই দুনিয়ায় কিছু মানুষ চেনা বড় দায়, ভাবটা এমন সব মানুষের ওরাই ভালো চায় ! বাইরে সাদা,ভিতর কালো হৃদয় আঁধার,মুখে আলো । এমন অনেক মানুষ দেখি স্বভাব যাদের বড় মেকি। মায়াকান্না দুচোখ জুড়ে পরনিন্দা করে ঘুরে, সাজে ভালো সবার কাছে বুঝায় বুকে দরদ আছে। কথা কিনে নেয়ও ছলে মিশে থেকে সবার দলে । বিক্রি করে সুযোগ মতো লাগিয়ে রঙ,কথায় শত ! সঙ্গ করে গায়ে পড়ে কৌশলে কাজ হাসিল করে চুপিসারে যায়ও সরে । সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা কিছু মানুষকিছু মানুষ সংবাদটি ২৫৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?